জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সুপ্রিম কোর্টের দ্বারস্থ বোর্ড

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

লোধা কমিটির প্রস্তাবিত নির্দেশনা অনুয়ায়ী বোর্ডের নতুন সংবিধান গঠন হয়েছে। যেখানে নানান নতুন নিয়ম এসেছে। সেই সংবিধানেরই ছটি নিয়ম সংশোধন করার জন্য বিসিসিআইয়ের নতুন কমিটি গঠন হওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারই শুনানি এবার দ্রুত হওয়ার জন্য ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই বোর্ডের সংবিধান সংশোধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আইন নিয়ামক সংস্থা।

লোধা কমিটির নির্দেশনা অনুযায়ী বোর্ডকে সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে বিসিসিআইয়ের সংবিধানে বেশকিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই পরিবর্তনের পরই নতুন বোর্ড কমিটি গঠন হয়েছে। যেখানে বোর্ড সভাপতি হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিবের পদে বসেছেন জয় শাহ। নতুন কমিটি গঠন হওয়ার পরই বোর্ডের নতুন সংবিধানে কয়েকটি নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিসিসিআইয়ের এজিমে সেই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিসিসিআই কর্তারা।