জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

আইপিএলে ভালো কাজের জন্য পুরষ্কার বোর্ডের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের দীর্ঘ আড়াই মাসের লড়াই শেষ হয়েছে। স্টেডিয়ামে প্রিয় দলের জয় দেখে কেউ আনন্দে মেতেছেন। আর হার দেখে সমর্থকদের হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে। আইপিএলের অভিষেক মঞ্চে আহমেদাবাদে চ্যাম্পিয়ন হয়ে এবারের মরশুমে ইতি টেনেছে গুজরাত টাইটান্স। পুরষ্কারে ভরে উঠেছে জয়ী দলের ক্রিকেটারদের হাত। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো ক্রিকেটাররাও পেয়েছেন বহু পুরষ্কার। কিন্তু এই গোটা প্রতিযোগিতার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশী, সেই মাঠকর্মী এবং কিউরেটরদের বিশেষ পুরষ্কার বিসিসিআইয়ের তরফে।

করোনা পরবর্তী সময়ে দেশের মাটিতে আইপিএল আয়োজন। চ্যালেঞ্জটা প্রথম থেকেই কঠিন ছিল বিসিসিআইয়ের সামনে। যদিও সেই বাধা পেরিয়ে ঘরের মাঠেই এবার আইপিএল আয়োজন করেছিল বোর্ড। হয়ত নিয়ম খানিকটা বদলেছিল, কিন্তু ঘরের মাঠেই আইপিএল দেখতে পেয়েছেন সকলে। শুধু তাই নয় লিগপর্ব থেকেই দর্শক প্রবেশ করেছে স্টেডিয়ামে। প্লেঅফ এবং ফাইনালে তো একশো শতাংশ দর্শক প্রবেশের অএনুমতি দেওয়া হয়েছিল।টুইট করে জয় শাহ জানিয়েছেন, “যাদের জন্য এমন দুর্ধর্ষ খেলা সম্ভব হয়েছে, তাদের জন্য খুবই আনন্দের সঙ্গে ১.২৫ কোটি টাকা পুরষ্কার মূল্য ঘোষণা করছি। এই মরশুমের আইপিএলের নেপথ্য কারিগড় আমাদের মাঠকর্মী এবং কিউরেটররা”।