ঋদ্ধিকে অপমান, হুমকি সাংবাদিকের, নাম জানতে চাইবে বোর্ড

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঋদ্ধিমান সাহার চাঞ্চল্যকর দাবিতে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। আর তারই জেরে সাংবাদিক তথা সংবাদমাধ্যমের জন্য নয়া বিধিনিষেধ চালু করতে চাইছে বিসিসিআই। ঋদ্ধিমানের কাছে হুমকি দেওয়া সাংবাদিকের নামও বিসিসিআইয়ের তরফে চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় যে সাংবাদিকের নাম নিয়ে চর্চা চলছে তিনি আবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ঘনিষ্ঠ।
বোর্ডের অনুমতি ছাড়া কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বললে তাঁকে ফাইন বা সাসপেন্ড করা হতে পারে। এমনকী নিয়ম ভঙ্গ করলে কোনও সাংবাদিককেও এক বছর ব্ল্যাকলিস্টেড করতে পারে বিসিসিআই। উল্লেখ্য, ২০১৯ সালে কফি উইথ করণে একটি মন্তব্যের জেরে শাস্তির কোপে পড়েছিলেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। তারপর থেকে ক্রিকেটারদের কোনও শোয় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।