ভরা তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ যুবক

এনএফবি, জলপাইগুড়িঃ

ভরা তিস্তায় নৌকা ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গেছে, জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় এখন হলুদ সতর্কতা জারি রয়েছে। তার মধ্যে নৌকা ডুবির ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুরে মাছ ধরতে নৌকা নিয়ে তিস্তা নদীতে যান উত্তর ধর্মপুর দাস পাড়া এলাকার ৩ জন মৎস্যজীবী। সেই সময় কোনও ভাবে তাদের নৌকা উল্টে যায়। এরপর দুইজন সাঁতরে নদীপাড়ে এলেও একজন তলিয়ে যায়।

ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত জানান এখনও নিখোঁজ রয়েছে কমল দাস (২৪) নামে এক যুবক।খবর পেয়ে এলাকায় এসেছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। এলাকায় আছেন সিভিল ডিফেন্স কর্মীরা। তারা এই মুহূর্তে নদীতে খোঁজ চালায়। কিন্তু এখনও তাকে পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্ধ। আগামীকাল ফের খোঁজ চালানো হবে।