এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
সাতসকালে মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত সাজুআল এলাকায় ৷
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লক্ষণ মান্ডি,বয়স প্রায় ৫০ বছর ৷ বাড়ি খড়্গপুর টাউন থানার ভূতিয়াডাঙ্গা এলাকায় ।
পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ঐ ব্যক্তি ৷ তারপরে রাতে আর বাড়ি ফিরে আসেননি ৷ এদিন সকালবেলা বাইরের লোক জানিয়েছে তার দেহ পড়ে রয়েছে ময়দানে ৷ খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা । মৃতদেহর ঠিক পাশে সাইকেল ও মদের বোতল পাওয়া গেছে ৷
মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।