নয়নজুলি থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য

এনএফবি, মুর্শিদাবাদঃ

৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি নয়নজুলি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার নতুন জালাদিপুর এলাকায়।

এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার পুলিশ পৌঁছায়। যদিও খুন না দুর্ঘটনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা যায়, এদিন সকাল সকাল নতুন জালাদিপুর পেট্রোল পাম্পের বিপরীতে ঐ ব্যক্তির দেহ দেখতে পান কয়েকজন পথচারী।

নিজস্ব চিত্র

তারপরে জানাজানি হতেই জাতীয় সড়কের ধারে ভিড় জমান স্থানীয়রা। মঙ্গলবার ভোরবেলা দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।