এনএফবি, মুর্শিদাবাদঃ
আবার ২০ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ৷ শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার জোড়পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে জোড়পুকুরিয়ার কয়েকজন দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি চালাছিল পুলিশ। যারা এলাকাতে বিভিন্ন দুষ্কর্ম মূলক কাজ করতো। রাজনৈতিক ভাবে এই সব দুষ্কৃতীদের কাজে ব্যাবহার করা হতো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বলে জানাযায়। এদের নামে থানাতে বহু কেস পেন্ডিং আছে। ফরাক্কা থানার আইসির নেতৃত্বে একটি টিম তৈরি করে এই সমস্ত দুষ্কৃতীর সন্ধান চলছিল। অবশেষে ফারাক্কা থানার পুলিশের সাফল্য এলো ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিবসের আগে। মোট চার জন এলাকার দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সানারুল সেখ, ইকবাল সেখ, সেলিম সেখ ও হারুন রাসিদ। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এখনও পর্যন্ত ২০ টি তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে। জোড়পুকুরিয়া গ্রামটি সম্পূর্ণ ঝাড়খন্ড বর্ডার এলাকা। সারা ফরাক্কা জুড়ে কয়েকদিন ধরেই জোর তল্লাশি চলে ১৫ই আগস্ট উপলক্ষ্যে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফরাক্কার জোড়পুকুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ১৫ আগস্ট এর অপ্রীতিকর ঘটনা এড়াতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় নাকা চেকিং ও তল্লাশি চলছে। তার পরে গতকাল গভীর রাতে ফরাক্কার জোড়পুকুরিয়া গ্রামের একটি জঙ্গল থেকে ওই তাজা বোমা গুলো উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ । খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়ার্ড টিমকে। তবে ওই বোমাগুলো কিসের উদ্দেশ্য গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জড়ো করেছিলো সেই তদন্ত করতে ধৃত সকলকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে জঙ্গীপুর আদালতে পাঠায় পুলিশ। এর পিছনে আরও কাদের কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷