জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

নিজের প্রিন্সের সঙ্গে এক ফ্রেমে বয়কট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রিন্স অফ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নাম দেওয়া ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটার তথা ধারাভাশ্যকার জিওফ্রে বয়কটের। আর সৌরভ এখন ভারত ইংল্যান্ড টেস্টে ইংল্যান্ডে। ভারত এবং ইংল্যান্ডের টেস্টের মাঝেই বয়কট নিজের বিখ্যাত বই, বিং জিওফ্রে বয়কট বইটি প্রিয় সৌরভের হাতে তুলে দিলেন। মহারাজকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভও আপ্লুত বয়কটের বই পেয়ে। বয়কট সৌরভের বরাবর গুণমুগ্ধ বয়কট নিজেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আমার প্রিয় বন্ধু, সেরা অধিনায়ক, ভদ্র এক ব্যক্তি।’’বয়কট ক্যান্সারে আক্রান্ত, যদিও তিনি এই মুহূর্তে ভাল রয়েছেন ।
সৌরভের আগামী ৮ জুলাই জন্মদিন কাটাবেন লন্ডনেই, এই শহর তাঁর দ্বিতীয় ঘর। এখানে রয়েছে সভাপতির বিলাসবহুল ফ্ল্যাট। নিজের আস্তানা থেকেই মাঠে আসছেন তিনি। জাদেজা ও ঋষভের ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে বুমরাহর পারফরম্যান্সে খুশি হয়েছেন সৌরভ।

নিজের প্রিন্সকে দেখে খুশি হয়েছেন বয়কট। শনিবার নয় নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেললেন ভারতীয় এই জোরে বোলার। এই সুবাদে টেস্টের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি এই টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে দূরন্ত পারফরম্যান্স করল বুমরাহ-ব্রিগেড। এই ইনিংসে অনবদ্য ব্যাটিং করেন ঋষভ পন্থ (১৪৬) এবং রবীন্দ্র জাদেজা (১০৪)। এই ইনিংসে মহম্মদ শামি (১৬) আউট হওয়ার পর ব্যাট করতে নামেন বুমরাহ। শনিবার অর্থাৎ চলতি এই ম্যাচের দ্বিতীয় দিন ৮৪তম ওভারে বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। তাঁকে এই ওভারে ২টি ছক্কা এবং ৩ টি চার মারেন বুমরাহ। এই সুবাদে ৩৫ রান করেন বুমরাহ। যা টেস্ট ইতিহাসে একটি ওভারে করা সর্বোচ্চ রান।

টেস্টে এত দিন পর্যন্ত একটি ওভারে সর্বোচ্চ রান করেছিলেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি তারকা ২০০৩-এ একটি টেস্টে ২৮ রান করেছিলেন। ২০১৩-তে জর্জ বেইলি জেমস আন্ডারসনের বিরুদ্ধে টেস্টের একটি ওভারে ২৮ রান করেছিলেন। ২০২০-তে কেশব মহারাজ এই রেকর্ড ভাঙার কাছে গিয়েও পারেননি। তিনিও একটি ওভারে ২৮ রান করেন।