জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

কাতার বিশ্বকাপ ব্রাজিলই জিতবে বলছেন ২০০২ বিশ্বকাপ জয়ী দলের তারকা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দারুন ছন্দে রয়েছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে ড্যানি আলভেজ, ক্যাসেমিরো প্রত্যেকেই ভাল খেলছেন। গত কয়েকটি ম্যাচে দুরন্ত জয় পেয়েছে সাম্বার দেশ। তাই আসন্ন কাতার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে ব্রাজিল, এমনটাই মনে করেন রবার্তো কার্লোস।

আন্তর্জাতিক ফ্রেন্ডলি’তে জাপানের বিরুদ্ধে ১ গোলে জিতেছেন নেইমার’রা। এর আগে দক্ষিণ কোরিয়া, বলিভিয়া এবং চিলির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন তাঁরা। দক্ষিণ কোরিয়া’কে ১-৫, বলিভিয়া’কে ০-৪ এবং চিলি’কে ০-৪ গোলে হারিয়েছেন ব্রাজিলিয়ানরা। এদিকে ক্লাব ফুটবলেও ভাল পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে তাদের। তাই আসন্ন বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল, এমনটাই দাবি ব্রাজিলের কিংবদন্তি এই তারকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্লোস বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্রাজিলের এখন দারুণ একটি দল রয়েছে। বিশ্বকাপ জেতার এখনই সময়। কারণ আমাদের শিরোপা জেতা শেষ ছবিটি সেই ২০০২ সালের। আমি খুবই আশাবাদী।” তিনি আরও বলেন, “আমাদের পর ব্রাজিল দল অনেক ভাল খেলেছে। কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেননি। কোপা আমেরিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিলের জন্য বিশ্বকাপের গুরুত্ব বেশি, এর স্বাদই ভিন্ন। আর এই মুহূর্তে ব্রাজিল দলটি খুব ভাল।” উল্লেখ্য, ২০০২এ শেষ বারের জন্য বিশ্বকাপ জিতেছিল নেইমারদের দেশ। এর পর ২০১৪ এবং ২০১৮’র বিশ্বকাপে ভাল খেললেও খেতাব জয় করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। যদিও বছর খানেকের মধ্যেই ব্রাজিলের অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা পরপর দুইটি আন্তর্জাতিক ট্রফি জিতে নিয়েছে। ফিফার মান্যতাপ্রাপ্ত মোট ট্রফির বিচারে আলবিসেলেস্তে (২০) পিছনে ফেলে দিয়েছে সেলেসাওদের (১৮)। ‘ফিনালিসমা’ জয়ের পরে আর্জেন্তিনার সাজঘরে বিখ্যাত গান শোনা যায়। সেই গানে ব্রাজিলের ১৯৫০ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে পরাজয়কে কটাক্ষ করার পাশাপাশি মেসির গুণগান করা হয়। তিনি যে সর্বসেরা, তা জানিয়ে দেওয়া হয়। এই সেলিব্রেশনটাই ঠিক মেনে নিতে পারেননি আর্জেন্তিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ট্যালিসম্যান নেইমার। ব্রাজিল তারকা আর্জেন্তিনার সেলিব্রেশন ছবি ও সেই গানের লিরিক্স পোস্ট করা এক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে জবাবে লেখেন, ‘বিশ্বকাপ জিতেছে নাকি?বিশ্বকাপের মরশুম চলে এসেছে। এ বছরের শেষের দিকেই কাতারে অনুষ্ঠিত হবে এ বারের ফুটবল বিশ্বকাপ। লাতিন আমেরিকা বিভাগ থেকে প্রথম দুই দল হিসাবেই বিশ্বকাপের টিকিট পাকা করেছে ব্রাজিল-আর্জেন্তিনা। এমনি মেসির সঙ্গে নেইমারের সখ্যতা সকলেই জানেন। তাঁরা একে অপরের ক্লাব সতীর্থও বটে। তবে ব্রাজিল-আর্জেন্তিনার প্রতিদ্বন্দ্বীতা অন্য মাত্রার।