জুলাই 8, 2024
Latest:
বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান পুরস্কার বাতিল, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ব্রেকথ্রু সাইন্স সোসাইটি

সঞ্চারী সাহা, কলকাতাঃ

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ স্বীকৃতি হিসাবে প্রদত্ত শতাধিক পুরস্কার বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বিজ্ঞান গবেষণা উৎসাহ হারাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যে পুরস্কার গুলি পূর্বে বৈজ্ঞানিক গবেষণার জন্য তরুণ বিজ্ঞানীদের উৎসাহ প্রদানের জন্য দেওয়া হতো ৷ সামগ্রিক অনুদান কমানোর পরিকল্পনার লক্ষ্যে কেন্দ্রের এই সিদ্ধান্ত বিজ্ঞান গবেষণার অন্তরায় হয়ে দাঁড়াবে বলে দাবি-বিজ্ঞান সংগঠনগুলির।
পূর্বে কিশোর বৈজ্ঞানিক প্রচার যোজনা (কেভিপিওয়াই) প্রকল্পের মাধ্যমেই তরুণ বিজ্ঞানীদের আর্থিক সহায়তা করা হতো- বর্তমানে সেই অনুদান বন্ধ। এমনকি ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিঙের ক্ষেত্রেও অনুদান বন্ধ করা হয়েছে ৷ আইএনএইকে পড়ুয়াদের কাছ থেকে ফি নিয়ে গবেষণা চালানোর কথা বলা হয়েছে। গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক সরঞ্জামের ওপরেও ৫% থেকে ১৮% বৃদ্ধির কথা বলা হয়েছে ৷
দেশে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে জিডিপির মাত্র ০.৮ শতাংশ বরাদ্দ করা হয়ে থাকে, যেখানে দক্ষিণ কোরিয়ায় ৪.১৫ %, জাপানে ৩.৪৭%, সুইডেনে ৩.১৬ এবং ডেনমার্কে ৩.৮% বরাদ্দ হয় সেখানকার মানুষের ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে ৷ এরপরও যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে বরাদ্দ আরও হ্রাস করা হয় তাহলে দেশের বিজ্ঞানের অগ্রগতির ফলে তা অন্তরায় হয়ে দাঁড়াবে ৷

YouTube player

বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সাইন্স সোসাইটি এই সমগ্র পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ৷ দেশের বৈজ্ঞানিক অগ্রগতির জন্য তরুণ বিজ্ঞানীদের উৎসাহ প্রদানে পুরস্কার ফিরিয়ে আনা-সহ আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য দাবিতে সরব হয়েছে সংগঠনটি।