জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ না হওয়া লজ্জাজনক বলছেন বাটলার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে চড়ছিল উত্তেজনার পারদ। কিন্তু সেখানেই শেষপর্যন্ত হতাশা ছাড়া আর কিছুই মেলেনি। ক্রিকেটার থেকে মাঠের সমর্থক সকলেই হতাশা ছাড়া আর কিছুই পায়নি। এদিনের ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাতেই জল ঢেলে দিয়েছে বৃষ্টি। মেলবোর্নের প্রবল বৃষ্টিতে এদিন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের একটিও বল মাটিতে পিচে গড়ায়নি। আর তাতেই হতাশ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এমন ঘটনাকে লজ্জাজনকই বললেন তিনি।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, দুই দলই সেভাবে শুরু করতে পারেনি। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও পরের ম্যাচেই জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে একই রকমভাবে টি টোয়েন্টি বিশ্বকাপেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়ে নিজেদের রাস্তাটা কঠিন করে ফেলেছে ইংল্যান্ডও। এদিন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, দুই দলেরই ডু অর ডাই ম্যাচ ছিল। কিন্তু সেখানেও বৃষ্টিতেই সব শেষ হয়ে গিয়েছে। ম্যাচ শেষে জস বাটলার জানিয়েছেন, “এই ঘটনাটা সত্যিই লজ্জাজনক, বিশেষ করে এই ম্যাচের সঙ্গে যারা জড়়িয়েছিেন সকলের জন্যই লজ্জার। এমন ম্যাচ সকলেই দেখার সাক্ষী থাকতে চান। বিশেষ করে যারা টিভিতে ম্যাচ দেখার জন্য চোখ রাখেন। ক্রিকেটারদের জন্যই তারা ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। যেকোনও ক্রিকেটারের কেরিয়ার যত বড়ই হোক না কেন, মেলবেোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ সবসময়ই মাস্ট উইন খেলা। সেই ম্যাচের সঙ্গেই সকলে জড়িয়ে থাকতে চান।”