জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সৌরভের পঞ্চাশতম জন্মদিন সেলিব্রেশন করবে সি এ বি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইডেন গার্ডেন্স জানে তার সবকিছু। আর তাই তো জন্মদিনে কলকাতায় না থাকতে পারলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়াই সেলিব্রেশন তার ৫০ তম জন্মদিন সেলিব্রেশন করবে সি এ বি। সভাপতি অভিষেক ডালমিয়া আর সহ সচিব দেবব্রত দাস লন্ডনে।

সিএবির তরফে সৌরভের ৫০তম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সিএবি। প্রস্তুত করা হয়েছে ৫০ বছরের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও। সেই ভিডিওটি ইডেনে দুটি জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। এটি থাকবে সাধারণ মানুষদের জন্য প্রধান ফটকের বাইরে। অপরটি থাকবে ইডেনের ভিতরে সিএবির সদস্যদের জন্য। এছাড়াও অর্ডার দিয়ে তৈরি করা হচ্ছে ছয় পাউন্ডের বিশেষ কেক। যেহেতু মহারাজ কলকাতায় নেই তাই সন্ধ্যা ৭টায় সেই কেক কাটবেন সিএবি সচিব তথা সৌরভের দাদা স্নেহাসিশ গঙ্গোপাধ্যায় ও সিএবি ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা। পুরো অনুষ্ঠান সরাসরি লন্ডন থেকে দেখবে সৌরভ। এর পাশাপাশি ৫০ বছর পার করার দরুন ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের ৫০ জন ক্যান্সার আক্রান্তকে সিএবির তরফ থেকে দেওয়া হবে বিশেষ উপহার। এত সব কিছুর পরেও সৌরভ শহরে ফিরলে আরও একটা অনুষ্ঠান করতে চায় সিএবি। সেখানে ভক্তেরাও সৌরভকে শুভেচ্ছা জানাতে পারবেন। পুরো অনুষ্ঠান লন্ডনে বসে ‘লাইভ’ দেখবেন সৌরভ।
লন্ডনে সৌরভের সঙ্গে রয়েছেন তার বন্ধু সচিন তেন্ডুলকার। এদিন সচিনবলেন, “সৌরভ একজন গ্রেট অধিনায়ক। কী ভাবে ক্রিকেটারদের স্বাধীনতা দিতে হবে এবং কী ভাবে সতীর্থদের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে হয় সেটা দাদি খুব ভাল ভাবে জানত। ও দায়িত্ব নেওয়ার সময় ভারতীয় ক্রিকেটের অবস্থা কেমন ছিল সেটা সবাই জানি। তবে সব নেতিবাচক বিষয়কে দূরে সরিয়ে সৌরভ ভবিষ্যতের জন্য বেশ কিছু প্রতিভা তুলে এনেছিল। আর সেইজন্য ভারতীয় ক্রিকেট অনেকটা এগিয়ে যায়।”