জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ক্লাউডেড লেপার্ডের সন্ধান

এনএফবি,আলিপুরদুয়ারঃ

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় দেখা মিলল বিরল প্রজাতির ক্লাউডেড লেপার্ড। দীর্ঘদিন আগে বক্সার কোর এরিয়ায় ট্র‍্যাপ ক্যামেরায় ক্লাউডেড লেপার্ডের সন্ধান মিলেছিল।বক্সার জঙ্গলে ফের ক্লাউডেড লেপার্ড ট্র‍্যাপ ক্যামেরায় দেখা মেলায় উচ্ছ্বসিত বনদফতর।

এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা বলেন, “ট্র‍্যাপ ক্যামেরা পাতা আছে তাতে ক্লাউডেড লেপার্ড দেখা গেছে । সব সময় রিলিজ করা হয়না,যখন ইমপর্টেন্ট হয় তখনই তা করা হয়। আজ ভালো ছবি আছে,তাই রিলিজ করে দিয়েছি। সংখ্যা কেমন আছে তা রিসার্চের পর জানা যাবে। তবে আশা করা যাচ্ছে ভালো সংখ্যা আছে।”

স্বভাবতই বক্সার জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় ক্লাউডেড লেপার্ডের ছবি মেলায় উচ্ছ্বসিত বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।