জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সমুদ্র সৈকত দিঘা জুড়ে প্রচার অভিযান

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা জুড়ে প্রচার অভিযানে নামলো দিঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ।

বুধবার সকালে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ রান্না করার লোক প্রশাসন হট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে একটি সচেতনতা বিষয়ক মিছিল বের করা হয়। পর্যটক থেকে সাধারণ মানুষদের প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকারক বিষয় গুলো তুলে ধরা হয়। সেই সঙ্গে যারা প্লাস্টিক বিক্রি করবেন তাদের এবং জিনিস ক্রয় করবেন উভয় ক্ষেত্রে জরিমানার বিধানের কথা ঘোষণা করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস মন্ডল, কামরুল কোর্ট অ্যাডভোকেট স্বাস্থ্য কর্মধ্যক্ষ সুশান্ত পাত্র, ওসি দিঘা বুদ্ধদেব মাল, ওসি অমিত দেব সহ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণ। তবে বারবার এই পর্যটন কেন্দ্রে প্রশাসনের তরফ থেকে সচেতন করা সত্ত্বেও আদৌ এই ছবিটা পাল্টাবে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।

প্লাস্টিকের
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অবশেষে পরিবর্তন, নাম বদলাচ্ছে প্রকল্পের – NF Bangla Private Limited (newsfrontbangla.com)