মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে প্রচার ফেলে রক্তের খোঁজে প্রার্থী

এনএফবি, বালুরঘাটঃ

প্রচার করতে বেড়িয়ে এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য বিরল গ্রূপের রক্তের প্রয়োজন ৷ আর তা শুনে প্রচার ফেলে সেই রক্ত যোগাড় করতে ছুটে গেলেন প্রার্থী। গতকাল এমন এক প্রার্থীর মানবিক মুখ দেখতে পেল বালুরঘাটবাসী ।

জানা গেছে, বালুরঘাট শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক কুমার মিত্র পেশায় ওষুধ ব্যবসায়ী ৷ মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভা নির্বাচনের অবজার্ভার শশী পাঁজার সাথে নির্বাচনী প্রচার করছিলেন সেই সময় এক মুমূর্ষু রোগীর পরিবারের তরফ থেকে অশোক কুমার মিত্রর কাছে ফোন করে রক্তের জন্য সাহায্য চাওয়া হয়। আর সেই ডাকে সাড়া দিয়ে প্রচারে বেরিয়ে প্রচার না সেরে রক্তের খোঁজে বেড়িয়ে পড়েন তিনি ৷ অবশেষে সেই রক্ত যোগার করার পর রোগীর পরিবারের হাতে রক্ত তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রার্থী।

আরও পড়ুনঃ স্কুল খুলে প্রাথমিক শ্রেণীর পড়ুয়াদের উপহার দিয়ে বরণ

নির্বাচন প্রতিটি প্রার্থীর কাছেই মরণ-বাঁচন লড়াই , প্রচারকার্য সেই লড়াইয়ের হাতিয়ার ৷ কিন্তু নিজের প্রচারে বেরিয়েও প্রচার না করে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে প্রার্থী অশোক কুমার মিত্রর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রোগীর পরিবার থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ৷