জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

তৃণমূল করলে ঠিকাদারি করা যাবে না,বার্তা অভিষেকের

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

তৃণমূল করলে ঠিকাদারি করা যাবে না। আর ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। দলটা করতে হবে বুকে দলীয় পতাকা নিয়ে। আর যারা শ্রমিক সংগঠন করছেন, তাঁদের একটাই পরিচয় খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। এই দাদার অনুগামী, ওই দাদার অনুগামী বলা চলবে না। দলে একটাই দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই হুংকার শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে।

দলীয় মঞ্চ। নিজস্ব চিত্র

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পের অভিমুখ বোঝাতে এই সমাবেশ বলে জানা গিয়েছে।
এই দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভীষণদের চিহ্নিত করেছি। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করলেন এই দিন। তিনি আরও বলেন “গতকাল হলদিয়ায় প্রকৃত স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই প্রথম দলীয় কর্মীরা বলেছেন, নেতারা শুনেছে। গত কাল প্রায় ৫০ জন কর্মী বক্তব্য রেখেছেন। সবকথা আমার কাছে এসে পৌঁছেছে। কে বা কারা আগের দিন বিএমএসের ঝাণ্ডা তুলেছে, আর পরের দিন তৃণমূলে এসেছে, তার তালিকা আমার কাছে আছে। আমি তাদের চিহ্নিত করেছি। সভায় আসার পথেও আমি ৪-৫ জনকে চিহ্নিত করেছি। দলের বিভীষণকে আমরা চিহ্নিত করেছি।” অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান কর্মসংস্থানে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে।

জনসমাগম। নিজস্ব চিত্র