জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়ক ধাওয়ান

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপের দেড় মাসও বাকি নেই। তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ায় রওনা দেওয়ার আগে তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারতীয় দল। কিন্তু সেই সিরিজে রোহিত, বিরাটদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড। শুধু তাই নয়, বিশ্বকাপ দলের সবাইকেই প্রোটিয়া সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ভেবে রেখেছে বিসিসিআই। ক্রিকেটাররা যাতে চোট-আঘাত না পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে চাইছে বোর্ড। তাই রোহিতের বদলে নেতৃত্ব দিতে দেখা যাবে শিখর ধাওয়ানকে। একইসঙ্গে সিরিজে কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়কে নাও দেখা যেতে পারে। দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ।

বোর্ডের এক কর্তা বলেন, ‘টি -২০ বিশ্বকাপের আগে একদিনের সিরিজ খেলা যুক্তিহীন। কিন্তু কখনও পরিস্থিতি এড়ানো যায় না। রোহিত, বিরাট সহ বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ক্রিকেটাররা একটা ছোট বিরতি পেয়ে যাবে।’ টি-২০ বিশ্বকাপ খেলতে ১০ অক্টোবর অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন রোহিতরা।