হাসপাতাল চত্ত্বরে গাড়ি ধাক্কায় মৃত ১, আহত ২

এনএফবি,জলপাইগুড়িঃ

হাসপাতাল চত্ত্বরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১ জনের ৷ আহত হল ২ জন ৷ বৃহস্পতিবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল চত্ত্বরে। হাসপাতালের বিশ্রামাগারে বসে থাকা তিনজনকে একটি প্রাইভেট অল্টো গাড়ি ধাক্কা মারে। ঘটনায় জরিফা খাতুন (৫১) নামে একজনের মৃত্যু হয়, আহত হন আরও দুই জন। জানা গেছে মৃত ওই মহিলার বাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। পরিবারের লোক এবং আত্মীয় স্বজন উত্তেজিত হয়ে ওই গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।

আরও পড়ুনঃকন্যাকে কুপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল চত্ত্বরে এই দুর্ঘটনাটি ঘটে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি মেয়েকে দেখতে আসেন সাইদা বেগম। সঙ্গে ছিলেন তাঁর মা জরিফা খাতুন এবং তার মেয়ের শাশুড়ি তনজিরা বেগম। রোগীর সাথে দেখা হওয়ার আগে তারা হাসপাতাল চত্ত্বরে থাকা একটি বিশ্রামাগারে বসে থাকেন বলে পরিবারের দাবি। কিন্তু সেই সময় একটি প্রাইভেট অল্টো গাড়ি এসে এই তিনজকে ধাক্কা মারে। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিফা খাতুন নামের ওই মহিলার। আহত হন সাইদা বেগম ও তানজিরা বেগম। সাইদা বেগম বলেন, ” আমরা তিনজন বসে ছিলাম। একটা গাড়ি হঠাৎ করে এসে আমাদেরকে ধাক্কা দেয়। মা ধাক্কা খেয়ে ওখানেই পড়ে যায়। আমি মাকে তোলার চেষ্টা করি।” আহত দুজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে ৷

আরও পড়ুনঃঅভিনব কুল চাষে তাক লাগালো পতিরামের অরবিন্দ