জুলাই 3, 2024
Latest:
ফিচাররাজ্য

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

এনএফবি, কলকাতাঃ

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার সেই মামলায় সুবীরেশ ভট্টাচার্য কে গ্রেফতার করল সিবিআই। সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি একসময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই কারণেই এই দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকা খতিয়ে দেখার জন্যই তাঁকে গ্রেফতার করা হল।

তবে সিবিআই সূত্রে জানা গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইতিবাচক কোন উত্তর দেননি ৷ আগামীতে এই মামলায় তিনি কতটা সহযোগিতা করবে এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন গোয়েন্দারা ৷