জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

বিনয়ের নামে হুলিয়া জারি সিবিআইয়ের

এনএফবি, কলকাতাঃ

কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হুলিয়া জারি করে নোটিস দেওয়া হল বিভিন্ন সংবাদপত্রে। রবিবার আসানসোলের সিবিআই বিশেষ আদালতের তরফে ওই নোটিস দেওয়া হয়েছে। ২০ জুনের মধ্যে গরু ও কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রকে সশরীরে সিবিআই আদালতে হাজিরার শেষ সুযোগ দেওয়া হয়েছে।
কয়লা-কাণ্ডে নাম জড়াতেই দেশ ছেড়েছেন যুব তৃণমূলের প্রাক্তন এই নেতা বিনয় মিশ্র। কলকাতা থেকে পালিয়ে দুবাই হয়ে বিনয় এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরের বুকে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরে রয়েছেন বলে দাবি সিবিআইয়ের।

হুলিয়া জারি করে সংবাদপত্রে বিজ্ঞাপন


ইতিমধ্যেই সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে কোটি-কোটি টাকার কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত ফেরার বিনয়ের নামে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।
সিবিআইয়ের পাশাপাশি বিনয় মিশ্রের অবৈধ কারবারের তদন্ত করছে আর এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগেই বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-ও। এবার পালা সিবিআইয়ের। আদালতের নির্দেশ পেয়ে সেই কাজও শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় সংস্থার কর্মীরা।