জুন 29, 2024
Latest:
প্রদেশফিচার

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট সার্কুলার জারি

এনএফবি, ওয়েব ডেস্কঃ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে শনিবার তল্লাশি অভিযান চালায় সিবিআই। এরপর আজ মণীশ সিসোদিয়ার নামে ‘লুকআউট নোটিশ’ জারি করেছে সিবিআই।

জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার নামে এফআইআর করার আগে রাষ্ট্রপতির থেকে অনুমতি নেয় সিবিআই। নতুন আবগারি নীতিমালা নিয়েই সিবিআই এই অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। সিসোদিয়ার পাশাপাশি শনিবার দিল্লির তৎকালীন আবগারি কমিশনার আরভ গোপী কৃষ্ণের বাড়িতেও অভিযান চালিয়েছে সিবিআই।পূর্বেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন ৷ মুখ্য সচিবের এই প্রতিবেদনের পরই তার সুপারিশ করা হয় ৷সিসোদিয়ার অধীনে আবগারি দপ্তরে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷ তল্লাশি অভিযানের পর সিসোদিয়া নিজেই টুইট করে জানান সিবিআই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে কম্পিউটার, ফোন এবং বিভিন্ন ফাইল বাজেয়াপ্ত করে৷

তবে সিসোদিয়া সহ দশ জনের বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট সার্কুলার জারি করার পাশাপাশি বিদেশে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷