প্রতারণা মামলার তদন্তে ৮ জায়গায় সিবিআই হানা

এনএফবি ডেস্ক, পুনেঃ

প্রতারণা মামলার তদন্তে শনিবার মুম্বই ও পুনে মিলিয়ে মোট ৮টি জায়গায় অভিযান চলাল সিবিআই। ইয়েস ব্যাঙ্ক( Yes Bank) এবং দেওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেড( DHFL) সংক্রান্ত তদন্তে এই অভিযান। এগুলির মধ্যে অধিকাংশই অবিনাশ ভোসলে নামে এক ব্যবসায়ীর সম্পত্তি বলে জানা গিয়েছে। এছাড়া আরও এক ব্যবসায়ী শাহিদ বালওয়ারও কিছু সম্পত্তিতে সিবিআই অভিযান চালায়।

উল্লেখ্য, ৩ হাজার কোটি টাকার অনাদায়ী ঋণের ভারে নিজেকে এবং ইয়েস ব্যাঙ্ককে ডুবিয়েছে ডিএইচএফএল। আর সেই ঋণের অধিকাংশের জন্য দায়ী ছিল রেডিয়াস ডেভলাপার নামের একটি সংস্থা। কিছুদিন পূর্বেই সেই সংস্থার প্রধান সঞ্জয় চাবারিয়াকে গ্রেফতার করে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আজকের এই অভিযান বলে খবরে প্রকাশ।