জুলাই 5, 2024
Latest:
জেলা

হুল দিবস উদযাপন

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

৩০ শে জুন অর্থাৎ বৃহস্পতিবার হুল দিবস ৷ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বরাকুড়া এলাকায় তৃণমূল এস টি সেলের উদ্যোগে উদযাপন করা হলো হুল দিবস ৷

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,স্বপন রায়,জিয়াউল মন্ডল সহ অন্যান্য তৃণমূল এস টি সেলের নেতাকর্মীরা ৷ কথিত আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য দিন হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। প্রতিবছর ৩০শে জুন পালিত হয় এই দিনটি। । ১৮৫৫ সালে সিধু-কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বা সান্তাল হুলের সূচনা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়।
এইদিন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দেবদেবীদের পুজো অর্চনা এবং পুরনো রীতিনীতি মেনে এই হুল দিবস পালন করা হয়।