জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

পালিত হল ইস্টবেঙ্গল দিবস

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রত্যেক বছরের মত এবারও পালন হলো ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকে ক্লাবে ছিল সাজো সাজো রব। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, কেক কেটে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। শতাব্দী পেরিয়ে ১০৩ বছরে পদার্পন করলো লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি।

সকাল সাড়ে এগারোটার সময় ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সসিলেন্সের খুদে খেলোয়াড়দের নিয়ে ক্লাব পতাকা উত্তোলন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজির ছিলেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। উপস্থিত ছিল বহু লাল হলুদ সমর্থকও।

এর পরে ক্লাব তাঁবুতে অন্যতম প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্রীড়ামন্ত্রী, প্রাক্তন খেলোয়াড়েরা এবং ক্লাবের কর্মসমিতির সদস্যরা। এর পরেই ক্লাবের প্রতীক দেওয়া সুদৃশ্য কেক কাটেন ক্রীড়ামন্ত্রী।

১০৩ তম প্রতিষ্ঠা দিবসে সকাল থেকেই ক্লাব তাঁবুতে সভ্য সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিকালে হবে মূল অনুষ্ঠান। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভারত গৌরব সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ এবং ঝুলন গোস্বামী । রমেশ চন্দ্র সেন ও ব্যোমকেশ বসু জীবন কৃতি সম্মান পাচ্ছেন গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত । সেরা রেফারি পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল সম্মান দুই রেফারি সুপ্রিয় ভট্টাচার্য ও তপন হালদারের হাতে উঠছে । সেরা সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন এলপি শাহি এবং সেরা চিত্র সাংবাদিক সুবীর মজুমদার । এই দিকে ক্লাবের কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য দলের কোচ বিনো জর্জ চলে এসেছেন। ৪ আগষ্ট থেকে অনুশীলন শুরু । আইএসএলে কোচ হবেন স্টিফেন কনস্ট্যান্টাইন তার সহকারী হবেন বিনো। ইনভেস্টরে ইমামি গ্রুপের সঙ্গে সই হবে মঙ্গলবার। সব মিলিয়ে ইস্টবেঙ্গলে উৎসবের মুহূর্ত।