জুলাই 5, 2024
Latest:
জেলা

রঘুনাথ মাহাতোর আত্ম বলিদান দিবস উদযাপন

এনএফবি, ঝাড়গ্রামঃ

মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের বংশীর মোড় এলাকায় স্থানীয় কাউন্সিলর গৌতম মাহাতোর উদ্যোগে ব্রিটিশবিরোধী গণ সংগ্রামের মহানায়ক ক্রান্তিবীর রঘুনাথ মাহাতোর ২৪৪ তম আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুরসভার পুর প্রধান কবিতা ঘোষ, প্রবীণ সাহিত্যিক ললিত মোহন মাহাতো, ঝাড়গ্রাম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, ঝুমুর শিল্পী লক্ষীকান্ত মাহাতো,কুড়মী সমন্বয় মঞ্চের নেতা অশোক মাহাতো, মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশীষ মাহাতো সহ আরও অনেকে।

ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই শহীদ রঘুনাথ মাহাতোর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ রঘুনাথ মাহাতো কে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে তার আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয় ।

উক্ত অনুষ্ঠানে ঝাড়গ্রাম পুরসভার পুর প্রধান কবিতা ঘোষ বলেন শহীদ রঘুনাথ মাহাতো স্বাধীনতা আন্দোলনের জন্য ব্রিটিশ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার জন্য তাকে প্রাণ দিতে হয়েছে । তার রক্ত বৃথা যায়নি। রঘুনাথ মাহাতোর মতো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন । তাদের আজও আমরা নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি । আগামী দিনেও আমরা তাদের ভুলবো না। তারা না থাকলে আজকে আমরা স্বাধীনতা বলতে কি জিনিস জানতাম না। তাই তিনি তাঁর অমর আত্মার শান্তি কামনা করেন এবং আগামী দিনেও তাকে যথাযোগ্য মর্যাদার সাথে স্মরণ করা হবে বলে তিনি জানান । সাহিত্যিক ললিতমোহন মাহাতো শহীদ রঘুনাথ মাহাতোর আত্মজীবনী তার বক্তব্যে তুলে ধরেন । ওই অনুষ্ঠানে তিনি বলেন শহীদ রঘুনাথ মাহাতো আমাদের অনুপ্রেরণা, আমরা তাকে কোনদিনও ভুলিনি এবং আগামী দিনে ভুলবনা। যাতে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা তার সম্পর্কে কিছু জানতে পারে তাই তার আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর গৌতম মাহাতো বলেন শহীদ রঘুনাথ মাহাতো আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থাকবে। তার আত্মবলিদান আমরা কোনদিনও ভুলব না । প্রতিবছর তার আত্মবলিদান এর পাশাপাশি তাকে নিয়ে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান।