জুলাই 8, 2024
Latest:
ফিচারস্থানীয়

গড়বেতায় বসন্ত উৎসব উদযাপন

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমন্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফোটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এই মনোরম পরিবেশের মাঝে বসন্ত উৎসবে মেতেছে নৃত্য শিল্পীরা ৷ বাঙালির বারো মাসে তেরো পার্বণ ৷ আর এই বারো মাসে তেরো পার্বণ শেষ হয় বসন্ত উৎসব আর হোলি উৎসবের মধ্য দিয়ে ৷ বাংলা বছর শেষের আগে রঙের উৎসব বা বসন্ত উৎসব প্রতিটা বাঙালির জীবনে যে আলাদা একটা রঙিন ছোঁয়া নিয়ে আসে তা বলার অপেক্ষা রাখে না ৷

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন মজুরনাচা গ্রামের সবুজে ঘেরা শাল বাগানের মাঝে নৃত্যমকলা মন্দিরের উদ্যোগে নৃত্য শিল্পীদের নিয়ে এই বসন্ত উৎসবে মেতে উঠেছে সকলে ৷ জানা গিয়েছে এই বছর পঞ্চম বর্ষে পা দিয়েছে নৃত্যমকলা মন্দিরের বসন্ত উৎসব ৷ বিভিন্ন রঙের আবিরের ছোঁয়াতে নৃত্যের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবে মেতে উঠেছে নৃত্যশিল্পীরা ৷

নিজস্ব চিত্র

নৃত্য শিক্ষিকা তিলোত্তমা নন্দী জানান, প্রত্যেক বছর আমরা এই বসন্ত উৎসবের আয়োজন করে থাকি, তবে করোনার জন্য দুবছর বন্ধ ছিল ৷ এবছর আবার বসন্ত উৎসব করতে পারায় সকলে খুব খুশি হয়েছি ৷