এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
সাম্প্রতি রাজ্যে হয়ে যাওয়া পুর ভোটে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভার মধ্যে তাম্রলিপ্ত ও কাঁথি একক ভাবে শাসক দল তাদের দখলে রাখে। এগরা পুরসভা ত্রিশঙ্কু হয়। তবে তৃণমূল বোর্ড গঠনের সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। ফলে জেলার তিনটি পুরসভা, তাম্রলিপ্ত, কাঁথি ও এগরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। এদিন তাম্রলিপ্ত, কাঁথি ও এগরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম তমলুকের নিমতৌড়িতে জেলা পরিষদের অফিসে ঘোষণা করেন মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী অখিল গিরি, বিধায়ক তরুন কুমার মাইতি সহ অন্যান্যরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো তালিকা ঘোষণা করেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান হয় দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায়। কাঁথি পুরসভার চেয়ারম্যান হন সুবল মান্না, ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েক, ভাইস চেয়ারম্যান জয়ন্ত সাহু।