এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের ডিরেক্টর রাখবেন্দ্র প্রসাদ সিংয়ের নেতৃত্বে ৩ সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধিদল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে রাতে এসে পৌঁছেছেন। দলের অন্য দুই সদস্য হলেন প্রজেক্ট অফিসার অঙ্কিতা শর্মা এবং ইঞ্জিনিয়ার অরুণ কুমার প্যাটেল।
আজ এই প্রতিনিধি দলটি পটাশপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে জানা গেছে। আর কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই পটাশপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির এলাকায় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে রাত্রে তালা খুলে গভীর রাত পর্যন্ত কাজকর্ম চালানো হলো এই অভিযোগ জানালেন এই এলাকার বিজেপির মন্ডল সভাপতি গৌরী শংকর মহান্তি। এবং সেই সঙ্গে শ্রীরামপুর গ্রাম সংসদ এলাকায় দিনের আলো ফুটতে না ফুটতেই বাংলা আবাস যোজনা নাম পরিবর্তন করে লেখা হলো প্রধান মন্ত্রী আবাস যোজনা, যদিও বা এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে দুর্নীতি ঢাকতে রাতে বিভিন্ন রকম কাজকর্ম করা হচ্ছে পঞ্চায়েত গুলিতে। যদি এবার তৃণমূলের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই প্রতিনিধি দলটি আজ থেকে থেকে ৭ই আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ স্বনিযুক্তি প্রকল্প (MGNREGA)-র বিভিন্ন কাজ ঘুরে দেখবেন। ৮ আগস্ট তাঁরা দিল্লি ফিরে যাবেন।
Central Inspection Teams are surveying different Districts of WB, to find anomalies & malpractices while implementing Central Govt schemes & swindling of the funds granted for such works.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 3, 2022
Many Panchayats, engaged in corrupt practices are burning midnight oil to tamper documents.