জুলাই 3, 2024
Latest:
ফিচাররাজ্য

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের নিয়ম বদল

এনএফবি, নিউজ ডেস্কঃ

নিয়ম বদল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের শিবির। এই শিবিরে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নথি হিসাবে পেশ করতে হবে। আবেদনকারীর সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে শিবির থেকে তা খুলে দেওয়ার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসক ও সংশ্লিষ্ট দফতরের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই নয়া নির্দেশিকার কথা জানান।

উল্লেখ্য, আগের বার এই প্রকল্পে ১ কোটি ৬০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জটিলতা তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে অ্যাকাউন্ট নিয়ে জটিলতা তৈরি হয়। বহু আবেদনকারীর টাকা ব্যাংকে জমা পড়ার পরেও ফেরত আসে। জেলা স্তরে খোঁজ নিয়ে দেখা যায় একটি ব্যাংক অ্যাকাউন্টই একাধিক আবেদনকারী পেশ করেছেন। জয়েন্ট অ্যাকাউন্ট হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।

একইসঙ্গে এদিন মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়ে দেন, দুয়ারে সরকার শিবিরে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, সামাজিক পেনশন ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের আধার কার্ড সংযুক্তিকরণও করে দিতে হবে। বাংলার আবাস যোজনার সুবিধা কারা পেয়েছেন এবং কারা পেতে চলেছেন তার খতিয়ান তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বাংলা সহায়ক কেন্দ্রগুলিতে ই-ওয়ালেট ব্যবস্থা কার্যকরী করার কথা বলেন।