জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

কমনওয়েলথে সোনার প্রত্যাশা পূরণ চানুর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টোকিয়ো অলিম্পিক গেমসে রুপো জয়ের পরে মীরাবাই চানুকে নিয়ে ভারতের প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকটা। সঙ্গত কারণেই তিনি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন। শুধু পদক বললে ভুল বলা হবে, বরং ভারত সোনার পদকের আশায় চানুর মুখ চেয়ে বসেছিল।দেশবাসীর প্রত্যাশা পূরণ করেন চানু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে দেশকে প্রথম সোনার পদক এনে দেন তিনি। চানু স্ন্যাচে সব থেকে বেশি ৮৮ কেজি ভার তোলেন, যা নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড এবং তাঁর ব্যক্তিগত সেরা। ক্লিন অ্যান্ড জার্কে তিনি প্রথম প্রচেষ্টাতেই ১০৯ কেজি ভার তুলে সোনার পদক নিশ্চিত করেন। শেষমেশ ক্লিন অ্যান্ড জার্কে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন তিনি। সব মিলিয়ে ২০১ কেজি ভার তুলে চ্যাম্পিয়ন হন মীরাবাই।