অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
খেলোয়াড়দের নিয়ে তুমুল দর কষাকষি চলছিল, তারইমধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন আইপিএলের নিলামকারী হিউজ এডমিডিস। মঞ্চ থেকে নিচে পড়ে যান তিনি। তার জেরে সাময়িকভাবে স্থগিত হয় নিলাম। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আইপিএলের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। আইপিএলের ইতিহাসে প্রথম এই অঘটন ঘটল।
শনিবার বেলা ১২ টা থেকে বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। প্রথম ঘণ্টাদুয়েক কোনওরকম কোনও অসুবিধা হয়নি। চারু শর্মা ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। দীর্ঘদিন সঞ্চালকের দায়িত্ব পালন করার পাশাপাশি ধারাভাষ্যকারের দায়িত্বও পালন করেছেন চারু। সঞ্চালক বা ধারাভাষ্যকারের পাশাপাশি প্রো কবাডি লিগের ডিরেক্টর চারু শর্মা। ২০০৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময়ে প্রি মিড এবং পোস্ট ম্যাচ শো-এ মন্দিরা বেদীর সঙ্গে তাঁর উপস্থাপন চারুকে পরিচিতি এনে দিয়েছিল। অতীতে আইপিএল-এ অ্যামিনিসট্রেটিভ দায়িত্ব সামলেছেন চারু। ২০০৮ আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখ্য আধিকারিকের দায়িত্ব সামলেছিলেন চারু শর্মা। দলের খারাপ পারফরম্যান্সের কারণে সেই পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন চারু। তবে এদিনের অঘটনের পর হিউজ এডমিডিসের পরিবর্তে নিলামের দায়িত্বে আসেন চারু শর্মা।
আরও পড়ুনঃ নিলামে অসুস্থ হয়ে পড়লেন নিলামকারীই