ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

জল্পনার অবসান। আসন্ন আইপিএলেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদে বহাল থাকতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবছরের আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর জায়গায় সেই দায়িত্ব উঠেছিল ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার কাঁধে।যদিও আইপিএল শেষ হওয়ার আগেই ফের নেতৃত্বে রদবদল হয়েছিল। নিজে থেকেই ফের ধোনির হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

যদিও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস গ্রুপপর্বের গন্ডী টপকাতে পারেনি। লিগ পর্বেই থামতে হয়েছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের। কিন্তু এবারের আইপিএল শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল নতুন এক জল্পনার ৷ আসন্ন আইপিএলে কী চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। অবশেষে সেই জল্পনারই অবসান হল রবিবার। এদিনই ধোনিকে আসন্ন মরসুমের জন্যও নেতা হিসাবে ঘোষণা করেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, “আমাদের সিদ্ধান্তে কোনওরকমের বদল আসেনি। আমরা কখনও বলিওনি যে আমাদের সিদ্ধান্তে বদল আসবে”।

দেশের জার্সির পাশাপাশি চেন্নাইয়ের জার্সিতেও মহেন্দ্র সিং ধোনির সাফল্য আকাশছোঁয়া। তাঁর হাত ধরেই চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।