হাসপাতালে ভর্তি ছত্রধর মাহাতো

এনএফবি,ঝাড়গ্রামঃ

অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে দুই ছেলের বিয়েতে যোগ দিয়ে বৌভাতের অনুষ্ঠানে অসুস্থ হয়ে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা তথা তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো । চলতি মাসের ২ তারিখ অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়িতে আসেন ছত্রধর মাহাতো । বড় ছেলের বিয়ে হয় ৩ তারিখ এবং ছোট ছেলের বিয়ে হয় ৫ তারিখ । ৬ তারিখ বুধবার দুই ছেলের বৌভাতের অনুষ্ঠান ছিল । বৌভাতের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ বোধ করেন ছত্রধর মাহাতো । স্থানীয় চিকিৎসককে বাড়িতে ডেকে ছত্রধরের শারীরিক পরীক্ষা করা হয় । স্থানীয় চিকিৎসক জানিয়েছিলেন স্বাভাবিকের তুলনায় পেশার অনেক বেড়ে গিয়েছে তাই অসুস্থ বোধ করছেন ছত্রধর। সেই মতো ওষুধও দেয়া হয় ছত্রদেরকে । কিন্তু বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় লালগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ছত্রধরকে । সেখানে চিকিৎসককে দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে চলে আসেন ছত্রধর । পরে শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় এদিন সন্ধ্যায় ছত্রধর মাহাতোকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ছত্রধর। নিজস্ব চিত্র

ছত্রধর মাহাতোর মাসতুতো ভাই পশুপতি দেব সিংহ বলেন, “বিয়ে বাড়ির অনুষ্ঠানে অসুস্থ বোধ করায় প্রথমে স্থানীয় ডাক্তারকে দেখানো হয়। তারপরে এদিন সকালে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের অবস্থার কোন উন্নতি না হওয়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এখানকার চিকিৎসক জানিয়েছেন উনার হার্ট ঠিকমতন কাজ করছে না তাই আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। আমরা কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি”। ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা বলেন, ” বিয়ে বাড়ির অনুষ্ঠানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এখানে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । তার শারীরিক নানা অসুবিধা থাকার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ বা অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা “।

২ তারিখ অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে ৭ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামিকাল শুক্রবার এনআইএ এর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে ছত্রধর মাহাতোর। এদিন ছাত্রধর মাহাতোর সঙ্গে হাসপাতালে উপস্থিত রয়েছে তার স্ত্রী নিয়তি মাহাতো এবং তার পরিজনেরা । এছাড়াও ছত্রধর মাহাতো অসুস্থ হওয়ার খবর জানাজানি হতেই ঝাড়গ্রাম হাসপাতালে ভিড় জমেছে শাসক দলের নেতা নেত্রীরা ।