জুলাই 5, 2024
Latest:
অর্থনীতি

বাজেটের আগে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নাগেশ্বরণ

এনএফবি, নিউজ ডেস্কঃ

ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োজিত হলেন ভেঙ্কটরমন অনন্ত নাগেশ্বরণ । শুক্রবার তিনি অর্থমন্ত্রকের বিশেষ দায়িত্ব নেন। নাগেশ্বরণ প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষমূর্তি শুব্রমনিয়নের স্থালাভিষিক্ত হলেন।

জানা গেছে, নাগেশ্বরণ অর্থনৈতিক ক্ষেত্রে গবেষনায় তাঁর অভিজ্ঞতার পরিসর যথেষ্ট বিস্তৃত। আমেদাবাদের ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর তাঁর ডক্টরেট ডিগ্রি রয়েছে। কেরিয়ারের একেবারে উজ্জ্বল পথ পেরিয়ে এসেছেন তিনি। ইউবিএস, ক্রেডিট সুইস, ব্যাংক জুলিয়াস বিয়ারে একসময় কর্মরত ছিলেন। শিক্ষা জগতের সঙ্গেও তিনি জড়িয়ে ছিলেন। ২০১৯-২১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। বিভিন্ন সংবাদপত্রে লেখালিখি করেন। অর্থনীতির উপর রচনা করেছেন একাধিক বই। ২০১৬ সালে প্রকাশিত ক্যান ইণ্ডিয়া গ্রো? (Can India Grow) বইটি বহু প্রশংসিত হয়েছে।

২০২২ সালের বাজেটের ঠিক আগেই নয়া নিয়োজিত অর্থনৈতিক উপদেষ্টার কোন ছাপ বাজেটে পড়ে কি না সেটার দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্টমহল।