জুলাই 1, 2024
Latest:
জেলা

আত্রেয়ীতে অমিল মুখ্যমন্ত্রীর প্রিয় মাছ

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট। বালুরঘাট শহরের বুক চিরে চলে গিয়েছে আত্রেয়ী নদী। একসময় সেই আত্রেয়ী নদী বিখ্যাত ছিল রাইখোর মাছের জন্য। কিন্তু এখন আর সেই আত্রেয়ী নদীতে দেখা নেই রাইখোর মাছের। আত্রেয়ী নদীতে প্রায় এখন আর রাইখোর মাছ পাওয়া যায়না বললেই চলে৷ নদী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এই রাইখোর মাছ। তবে এই রাইখোর মাছের চাহিদা আছে কিন্তু আমদানি নেই। যার ফলে রাইখোর মাছের স্বাদ হারাচ্ছেন মৎস্যপ্রেমীরা।

প্রসঙ্গত, কয়েক বছর আগে বালুরঘাট শহরের তহ বাজার, সাহেবকাছারি বাজার সহ শহরের বিভিন্ন বাজারে রাইখোর মাছ দেখা যেত। এবং আমদানিও ভালো ছিল। কিন্তু, গত প্রায় ১০ – ১২ বছর থেকে বালুরঘাটের বাজার গুলিতে সেইভাবে দেখা মিলছেনা রাইখোর মাছের। বাটা মাছের মত দেখতে প্রায় রাইখোর মাছ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আত্রেয়ীর রাইখোর মাছ ভালবাসতেন বলে জানা যায়৷ এমনকি বালুরঘাটের এই রাইখোর মাছ রাজ্যের বিভিন্ন প্রান্তেও যেত। কিন্তু এখন আত্রেয়ীতে অমিল রাইখোর মাছ৷