জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

খেলা হবে দিবসে বাংলার ফুটবলকে উপহার মুখ্যমন্ত্রীর

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

১৬ আগস্ট বাংলার ফুটবলের জন্য কালো দিন। ১৯৮১ সালে বড়ো ম্যাচে ১৬ জন ফুটবল সমর্থকের মৃত্যু হয় ইডেনে। তারপর থেকে ১৬ আগস্ট ফুটবল প্রেমী দিবস হিসাবে পালিত হয় ওই দিন। গতবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিনটিকে খেলা হবে দিবস বলে উদযাপন করেন। তাই আগামী ১৬ আগস্ট গতবারের মতোই এবছরও খেলা হবে দিবস পালিত হবে। এই উপলক্ষে আইএফএ অনুমোদিত তিনশ আটটি ক্লাব এইদিবস উদযাপিত করবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে এই দিবস উদযাপনের জন্য প্রতিটি ক্লাবকে পনেরো হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান,”মুখ্যমন্ত্রী যে ফুটবল নিয়ে চিন্তা করেন সেটা এর বড়ো প্রমান। এরফলে বাংলার ফুটবল গ্রামে গ্রামে ছড়িয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকেও ধন্যবাদ। উনি না থাকলে এটা সম্ভব হত না। এরফলে ছোট ক্লাবের পাশাপাশি বাংলার ফুটবলের উন্নতি হবে।”
প্রত্যেকবারের মত এবারও আইএফএ ১৬ আগস্ট রক্তদান শিবিরের আয়োজন করছে। এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে জেলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। লিগে খেলতে আসা জেলার ফুটবলার চাইলেই যুবভারতীতে থাকতে পারবেন। সেই ব্যবস্থাও তৈরি রেখেছেন ক্রীড়ামন্ত্রী। এছাড়াও বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য্ চমৎকার প্রস্তাব রাখলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর প্রস্তাব হল,” এবার থেকে বাংলার ফুটবলারদের নিয়েই বয়স ভিত্তিক লিগ হোক।” এমনই এক প্রস্তাব রেখেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।