জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল দশা, পঠন-পাঠন চলছে বারান্দায়

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

কেশপুর ব্লকের ৭নং তেঘরি অঞ্চলের কাঁচগেড়িয়া শিশু শিক্ষা কেন্দ্রের দীর্ঘদিন ধরেই বেহাল দশা। দেওয়াল থেকে খসছে মাটির চাক, আতঙ্কের মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। এই আতঙ্কের কারণে বিদ্যালয়ের কক্ষ ছেড়ে বারান্দায় পঠন পাঠন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ স্কুলে গিয়ে এমনই চিত্র ধরা পড়ল নিউজ ফ্রন্ট বাংলার ক্যামেরায়।

এই বিষয় নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও মেলেনি কোন সুরাহা। স্কুল কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরেই এইরকম অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়।
অন্যদিকে ছাত্র-ছাত্রীদের বক্তব্য তারা আতঙ্কের মধ্যে পঠন-পাঠন করছে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণা সিংহ আমাদের প্রতিনিধিকে জানান, অতি শীঘ্রই আমরা এই সমস্যার সমাধান করবো। এখন দেখার কবে মেলে পড়ুয়াদের মাথার উপর ছাদ।