জুলাই 5, 2024
Latest:
জেলা

কাঁচালঙ্কার পাড়ি ভিন্ রাজ্যে, খুশি কৃষক মহল

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ী এলাকার কাঁচালঙ্কা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। আর এতেই লাভের মুখ দেখছে ফুলবাড়ীর লঙ্কা চাষিরা।প্রতিদিন প্রায় ৪০টি পিকআপ ভ্যানে করে লঙ্কা পাড়ি দিচ্ছে ভিন্ন রাজ্যে।উল্লেখ্য জেলার কাচালঙ্কা চাষের অন্যতম ব্লক হল গঙ্গারামপুর এবং তপন ।তারমধ্যে গঙ্গারামপুর ব্লকের বানীহারী ও তপন ব্লকের হজরতপুর,মালঞ্চা এলাকার কাঁচালঙ্কার চাহিদা রয়েছে যথেষ্ট।তাই এলাকার চাষিরা ধান,গম,পাট চাষ না করে কাঁচালঙ্কা চাষের প্রতি ঝোঁক বাড়িয়েছে।

নিজস্ব চিত্র

এবছরও গঙ্গারামপুর ও তপন ব্লকের চাষিরা লঙ্কা চাষ করেছেন।গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি বাজার থেকে প্রতিদিন কয়েকশো কুইন্ট্যাল কাঁচালঙ্কা বিক্রি হয়ে থাকে।সেইসঙ্গে ফুলবাড়ি থেকে বস্তাবন্দি হয়ে সেই কাঁচালঙ্কা পাড়ি দিয়ে থাকে রানাঘাট,চাকদা,বারাসাত,দূর্গাপুর,শিয়ালদা,এমনকি বাংলাদেশেও।আর এতেই কিছুটা হলেও লাভের মুখ দেখছে ফুলবাড়ী এলাকার লঙ্কা চাষিরা।