জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

ধূমপানে বাধা, পঞ্চায়েত প্রধানের দ্বারা নিগৃহীত সিভিক ভলান্টিয়ার

এনএফবি, কোচবিহারঃ

ধূমপানে বাধা দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার। সেই ক্ষোভেই কোচবিহারের তুফানগঞ্জের ওই সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল প্রধানের বিরুদ্ধে। পুলিশ ওই তৃণমূল প্রধান সহ ১০ জনকে গ্রেফতার করে । ধৃত তৃণমূল প্রধানের নাম ধরণীকান্ত বর্মন। তিনি অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম সহিদুল সরকার বলে জানা যায়।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গত শনিবার তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে পুলিশ ট্রফি খেলা চলার সময় অন্দরন ফুলবাড়ি ১ নম্বর ও বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার মাঠে অন্দরন ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত প্রধান ধরনী কান্ত বর্মণ ধূমপানে রত ছিলেন। এটা জানার পর, খেলা পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগকারী সিভিক ভলান্টিয়ার তথা খেলা পরিচালনার দায়িত্বে থাকা সহিদুল সরকার, প্রধানকে ধূমপান করতে নিষেধ করেন। কিন্তু অভিযুক্ত প্রধান তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন বলে সহিদুল জানায়। খেলা শেষে অন্দরন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত ফুটবল খেলায় বিজয়ী হয়।

অভিযোগকারী সহিদুল জানায়, প্রতিদিনের মতো সে রাতে নতুন বাজার এলাকায় নিজের স্টেশনারী ও পানের দোকানে সে অন্যান্য দিনের মতো বসেছিল। সেখানে রাতে অন্দরন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরনী কান্ত বর্মণ দলবল নিয়ে তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে এমনকি দোকানের মালপত্র তছনছ করে, ক্যাশবাক্স থেকে টাকা ছিনতাই করে। তাঁর বাড়িতে রাতে হামলা হবে বলেও ওই প্রধান হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনায় সহিদুল তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে। রাতেই বিরাট পুলিশ বাহিনী গ্রাম পঞ্চায়েত প্রধানের এলাকায় ঢুকলে বেশ কিছু মহিলা ও পুরুষ বাহিনী মিলে পুলিশের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি মামলা দায়ের করা হয়। মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে ৯ জনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং প্রধানের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।