জুলাই 6, 2024
Latest:
স্থানীয়

বন্ধ পানীয় জল সরবরাহ,সমস্যায় এলাকাবাসী

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ‌

গ্রামে ৬ মাস ধরে বন্ধ পানীয় জল সরবরাহ। রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু সেই নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রীষ্মকালে পানীয় জলের চরম সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের বাসিন্দারা।

গ্রামের পাড়ায় পাড়ায় রয়েছে পানীয় জলের জন্য ট্যাপের লাইন, কিন্তু প্রায় ছয় মাস ধরে সেই ট্যাপকল কল থেকে পড়ছে না জল। যদিও পানীয় জলের দাবিতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রামের একাধিক জায়গায় পোস্টার দিল বিজেপি। আর সেই পোস্টারে লেখা “ছয় মাস ধরে পানীয় জল বন্ধ টিএমসি নেতারাই চুপ কেন জবাব চাই,জবাব দাও।” যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিধানসভা নির্বাচনে ঐ বুথে এগিয়ে রয়েছে বিজেপি, তাই তৃণমূল নেতারা এলাকায় পানীয় জলের লাইন কেটে দিয়েছে। রাজনৈতিক তরজা যাই হোক না কেন পানীয় জল না পেয়ে গ্রামের মহিলারা সমস্যায় পড়েছে । বহু দূর দূরান্ত থেকে পানীয় জল এনে সেই জলে সংসার চালাতে হচ্ছে তাদের। গ্রামবাসীদের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক পঞ্চায়েত কর্তৃপক্ষ। সমস্যার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দের দোলই তবে তিনি সমস্ত রাজনৈতিক তরজা কে উড়িয়ে বলেন, “কিছুদিন আগে গ্রামের মধ্য দিয়ে পি.ডব্লিউ.ডি রাস্তার কাজ হওয়ার সময় জলের পাইপ লাইন কেটে দেওয়া হয়েছিল। সেই পাইপ লাইন নতুন করে মেরামত না হওয়ার জন্যই পানীয় জলের সমস্যা। দ্রুত ঐ লাইন মেরামত করে পানীয় জল সরবরাহ ঠিক করে দেওয়া হবে।

জানা য়ায়, রাস্তার কাজ বেশ কিছু দিন আগেই সম্পূর্ণ হয়ে গেছে, তবুও গ্রাম পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি পানীয় জল সরবরাহের। এক কথায় চরম গাফিলতির অভিযোগ তৃণমূল পরিচালিত ও গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এদিকে এতেই চরম জল সম্যায় পড়েছে এলাকাবাসী ।