এনএফবি, জলপাইগুড়িঃ
সংক্রান্তির পর থেকেই জলপাইগুড়িতে বাড়ছে ঠান্ডা, বুধবার বিকেল থেকে বইতে থাকে হিমেল হাওয়া ৷ এর ফলেই বৃহস্পতিবার সকালে জাঁকিয়ে পড়ে শীত ৷ শহরের বিভিন্ন স্থানে মাঘ মাসের শীতের কামড় থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা যায় মানুষজনকে ৷
বেলা বাড়লে দেখা দেয় সূর্য দেবতা, তবে লাগাতার ঠান্ডা হাওয়া বয়ে চলায় রোদের উত্তাপ যেন থেকেও নেই।
আরও পড়ুনঃঅবৈধ বালি ভর্তি ট্রাক আটক,ধৃত ১