এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
১১ই জ্যৈষ্ঠ ইংরেজি ২৪ মে বাঙালির প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস। তাই মুখমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিদ্রোহী কবির জন্ম দিবস।
এই দিনটিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুছায়া সভাগৃহে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক আবুল কলাম আজাদ, বিবেক কুমার, শুভাশিস বেজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন নাচ-গান, আবৃত্তির মাধ্যমে বিদ্রোহী কবি কে শ্রদ্ধা জানানো হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এদিন অতিরিক্ত জেলা শাসক আবুল কালাম আজাদ বিদ্রোহী কবির রচিত কবিতা পাঠ করে সকলকে তাক লাগিয়ে দেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।