জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

স্বস্তি ব্লুজ সমর্থকদের, বিক্রি হচ্ছে না চেলসি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খুশির খবর চেলসি সমর্থকদের জন্য । বিক্রি হচ্ছে না চেলসি। এদিন ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী নাদিনে ডোরিস সমর্থকদের স্বস্তি দিয়ে জানাচ্ছেন, “চেলসি ক্লাব গত রাশিয়া বিশ্বকাপেও অনেক সুবিধা পেয়েছে। যারা ইউক্রেনে পুতিনের ভয়ংকর আক্রমণকে সমর্থন করেছে, তাদের জন্য আর কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না। আজকের নিষেধাজ্ঞা ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের সর্বশেষ পদক্ষেপ। যারা বেসামরিক মানুষ হত্যা, হাসপাতাল ধ্বংস এবং সার্বভৌম মিত্রদের দেশে অবৈধ দখলের মতো অপরাধে জড়াতে পারে, তাদের প্রতি আমরাও নির্দয়। যানি সরকারের সিদ্ধান্তে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সরকার লিগ কমিটি এবং ক্লাব গুলির সঙ্গে কথা বলে এটা নিশ্চিত করছে যাতে খেলা নিয়ে কোনও সমস্যা না হয়। একই সঙ্গে বিধিনিষেধ কার্যকর করা যায়। ফুটবল ক্লাবগুলি আমাদের সাংস্কৃতিক সম্পত্তি। তাদের রক্ষাকরা আমাদের কর্তব্য।”

সরকারের এই সিদ্ধান্তর পর চেলসির খেলা, টিকিট বিক্রি বা ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফদের বেতন দেওয়া নিয়ে সমস্যার মেঘ কাটল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ক্রীড়া দুনিয়াতেও পড়তে শুরু করে। চিন্তা বাড়ে ইংল্যান্ডের ক্লাব চেলসির । কারণ চেলসির মালিক যে রাশিয়ান ব্যাবসায়ী। পাশাপাশি তিনি আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের কাছের মানুষ। পুতিনের যুদ্ধ ঘোষণা করার পরে চেলসির মালিকের পদটা ছেড়ে দেন রোমান আব্রামোভিচ । জানিয়ে দেন ক্লাব পরিচালনা করবে, চেলসি চ্যারিটিবল ট্রাস্ট। এতেই শেষ নয়, ক্লাব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন অব্রামোভিচ। নিজের ইমেজ রক্ষা করতে জানান, ক্লাব বিক্রি করে যে লাভ তিনি করবেন, সেই অর্থ দান করবেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিদ্ধস্ত মানুষের জন্য। রোমানের মতে এটাই চেলসির জন্য বর্তমান সময়ে সব থেকে ভাল সিদ্ধান্ত। সেই মত ক্লাব বিক্রির প্রক্রিয়া শুরুও হয়। তবে সেখানেও ধাক্কা। রোমান আব্রামোভিচের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করে ইংল্যান্ড সরকার।
চিন্তা বেড়ে যায় ব্লুজ সমর্থকদের। তবে ইংল্যান্ড প্রধানমন্ত্রীর কথায় চিন্তা কম হল তাঁদের। ক্লাব বিক্রি করতে পারবেন না রোমান আব্রামোভিচ। কিন্তু তার জন্য খেলা নিয়ে কোনও সমস্যা থাকবে না। চেলসি যাতে খেলা চালিয়ে যেতে পারে সব দিক থেকে ব্যবস্থা করবে সরকার। জানিয়েছেন ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী নাদিনে ডোরিস । এখন দেখার চেলসির মালিক কী সিদ্ধান্ত নেন!