জুলাই 8, 2024
Latest:
রাজ্য

ভোট পিছোতে নারাজ, আদালতকে জানাল কমিশন

এনএফবি,কলকাতাঃ

পূর্ব ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী পুর নির্বাচন করতে চায় কমিশন। রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যের ঘোষিত চার পুরনিগমের নির্বাচন পিছানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনসবার্থে মামলা দায়ের হয়।

শুক্রবার সেই মামলার শুনানি ছিল। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানিয়েছে, লোকাল ট্রেন চলছে, মানুষ হাটে বাজারে ভিড় করছেন। এই পরিস্থিতিতে কোভিড বিধি মেনে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দিন ঘোষণা হয়ে গেছে। এখন ভোট পিছিয়ে দেওয়ার প্রয়োজন নেই।

কমিশন কেন এই নির্বাচন পিছিয়ে দিতে চাইছে না, এমনকি রাজ্যের এই পরিস্থিতিতে চার পুরনিগমের ভোট নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে বিস্তারিত ভাবে আগামী সোমবারের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই হলফনামার ভিত্তিতে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে।