জুলাই 5, 2024
Latest:
জেলা

বিএসএফের বিরুদ্ধে চাষ করতে না দেওয়ার অভিযোগ, ডেপুটেশন কৃষকদের

এনএফবি,কোচবিহারঃ

বিএসএফের বিরুদ্ধে চাষ করতে না দেওয়ার অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, ভারত বাংলাদেশ সীমানার ভিতরে তাদের যে জমি আছে ৯০ ব্যাটেলিয়ন বিএসএফ সেখানে তাদের পাট চাষ করতে দিচ্ছে না এবারে।

আর এই নিয়েই এদিন প্রায় ২০০ কৃষক জেলা শাসকের দপ্তরে ও মহকুমা প্রশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়।

কৃষকদের পক্ষ থেকে জানানো হয়, বিএসএফ এবার তাদের কাঁটাতারের ভিতরে যে জমি আছে সেখানে পাট চাষ করতে দিচ্ছে না। তারা বিএসএফকে সীমানার ৫০ মিটার খালি রেখে চাষ করার কথা বললেও তারা রাজি হয়নি। আর তার পরিপ্রেক্ষিতেই আজকের এই ডেপুটেশন। কৃষকরা আরও জানায়, তারা অতি ক্ষুদ্র মাপের চাষী। কিন্তু বিএসএফ যেভাবে তাদের চাষ করতে দিচ্ছে না তাতে তারা আর্থিক অনটনের মধ্যে পড়বে।