এনএফবি, নিউজ ডেস্কঃ
বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এ ছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল দলের কোচের দায়িত্বও পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।”
আরও পড়ুনঃ দেওয়াল ভেঙে মাছ চুরি
Deeply grieved that stalwart footballer, coach Subhas Bhowmick is no more. 1970 Asian Games medallist, celebrated footballer in Mohun Bagan, East Bengal, representing the country in international tournaments & coached successfully big three clubs of Kolkata, he was a legend.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2022