জুলাই 8, 2024
Latest:
রাজ্য

বাস্তুহারা পরিষদের সম্মেলন

এনএফবি,জলপাইগুড়িঃ

সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। শতাধিক প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক মহানন্দ সাহা। তিনি উদ্বাস্তু মানুষের জীবন যন্ত্রণার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ” দেশভাগের যন্ত্রণা নিয়ে আসা মানুষ গুলো এদেশে এসেছিল। তাদের বেঁচে থাকার লড়াইকে শক্তিশালী করা গেছে। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবার ফলে উদ্বাস্তু মানুষ গুলো জমির অধিকার পেয়েছিল। কিন্তু তৃণমূল সরকার আসার পর জমির অধিকার থেকে বঞ্চিত হয়েছে । আবার এনআরসির মাধ্যমে এই অংশের মানুষের মনে আতঙ্ক তৈরি করতে চাইছে।” তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইকে তীব্র করার আহ্বান জানান তিনি । প্রতিবেদন উত্থাপন করেন সংগঠনের জেলা সভাপতি চন্দন দাশগুপ্ত। সভা পরিচালনা করেন পবিত্র সেনগুপ্ত।

নিজস্ব চিত্র