এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী শিক্ষক। এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার দেঁড়িয়াচ গ্রামে। মৃত শিক্ষকের নাম বাপ্পা বর্মন। তিনি কাঁথির ভবানীপুর অঘরচাঁদ হাই স্কুলের মাধ্যমিক স্তরের শিক্ষক ছিলেন।
আজ সকালে বাড়িতে কেউ না থাকায় বাড়ির পাশে টালির চালের ঘরে গামছা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অনুমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই আত্মহত্যার ঘটনায় দুটি বিষয় সামনে এসেছে। তাঁর ফোনে একটা মেসেজ আসে মেসেজ এ লেখা থাকে সে ভুয়ো- শিক্ষক ও বিভিন্ন রকম মানুষ তাকে চোর অপবাদের জেরে এই আত্মহত্যা করতে পারেন তিনি কিংবা তার তিন বছরের ভুয়ো শিক্ষকতা চলে যাওয়ার আশঙ্কায় এই আত্মহত্যা। তবে কোন কারণে এই দুঃখজনক আত্মহত্যা তা এখনও ধোঁয়াশায়।
মৃতের স্ত্রীর দাবি, তার স্বামীর ফোনে কেউ বা কারা হ্যাক করে এই ম্যাসেজ ছড়িয়েছে। ওই একই ম্যাসেজ শিক্ষক বাপ্পা বর্মণ-সহ তার গ্রামে ও তার আত্মীয় পরিজনদের হোয়াটসঅ্যাপ ছড়ানো হয়েছে। করা হয়েছে ভাইরাল। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।