জুলাই 1, 2024
Latest:
জেলাফিচার

সোনীয়া গান্ধীকে ইডি অফিসে ডেকে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

বৃহস্পতিবার ইডি কংগ্রেস সভাপতি সোনীয়া গান্ধীকে ন্যাশান্যাল হেরল্ড পত্রিকার আর্থিক বিষয় নিয়ে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসাবাদ করে। এরই প্রতিবাদে আজ শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

যদিও গতকাল দেশব্যাপি কংগ্রেস সমর্থক কর্মীরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন দেখালেও জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে বালুরঘাটে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

জেলা কংগ্রেসের সভাপতি অঞ্জন চৌধুরী অভিযোগ জানিয়ে বলেন, ১২ বছর আগে এই নিয়ে একবার তদন্ত করার পরও ফের তাদের সর্বময় নেত্রী ও তার পরিবারকে বিজেপির অঙ্গুলি হেলনে ইডি ডেকে পাঠিয়ে হয়রানীর মধ্যে ফেলতে চাইছে যা কংগ্রেস কর্মী সমর্থকরা কিছুতেই মেনে নেবে না। পাশাপাশি তার আরও দাবি যে, গান্ধী পরিবার দেশের জন্য এত আত্মত্যাগ ও এলাহাবাদে থাকা তাদের বাড়ি দেশের মানুষের জন্য ছেড়ে দিতে পারেন। তাদের মত সম্মানীয় পরিবারকে পুরনো একটি আর্থিক বিষয় নিয়ে ইডি ইচ্ছে করে তাদের হয়রানী চালাচ্ছে। এর প্রতিবাদে তারা আজ বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রসঙ্গত গতকাল ইডি আধিকারিকরা কংগ্রেস সভাপতিকে ওই পত্রিকার আর্থিক দুর্নীতির বিষয় নিয়ে ডেকে পাঠিয়ে ঘন্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করে। সোনীয়া গান্ধী সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার শারীরিক পরিস্থিতি তেমন ভাল না হওয়ায়, তাকে ওই দেড় ঘন্টা জেরা করে ফের আগামী সোমবার হাজিরা দেবার কথা বলে ছেড়ে দেয়।

এদিকে বিজেপি নেতা সুব্রমনিয়ামের ২০১২ সালে করা ন্যাশান্যাল হেরাল্ড পত্রিকার আর্থিক বিষয় নিয়ে উচ্চ আদালতে করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশেই ইডি এই মামলার তদন্ত ভার চালাচ্ছে বলে জানা গেছে।