এনএফবি, জলপাইগুড়িঃ
দল আবার পূর্বের জায়গায় ফিরবে। ৭৭ সালের পর রাজ্যের ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করেছে সিপিএম ও তৃণমূল, জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের দ্বায়িত্ব প্রাপ্ত কেশর সিং।পলারাইজেশন অফ পলিটিক্সের কারণেই গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল ভালো ফল করতে পারেনি।
রাজ্যের বেকার সমস্যা প্রসঙ্গে জাতীয় কংগ্রেস দলের এই মুখপাত্র জানান, ৭৭ সালে এই রাজ্যে ক্ষুদ্র শিল্প ছিলো ছাপ্পান্ন হাজার যার অর্ধেক তুলে দিয়েছিলো সিপিএম। আর বাকিটা বন্ধ করিয়ে দিলো তৃণমূল কংগ্রেস। তবে তিনি এটাও বলেন বিজেপির সঙ্গে এক অদৃশ্য সমঝোতা করেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটাকে চালাচ্ছেন।
জেলা সফর প্রসঙ্গে কেশর সিং জানান, এখানে জাতীয় কংগ্রেস দলের জেলা নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। আগামীতে এক সময়ের কংগ্রেসের গড় জলপাইগুড়ি জেলাতে পুনরায় দল শক্তিশালী হবে এবং পূর্বের অবস্থানে ফিরে আসবে বলে জানান কেশর সিং।